Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / এবার দীর্ঘ সময়ের জন্য ডিআরএস আনছে বিসিবি

এবার দীর্ঘ সময়ের জন্য ডিআরএস আনছে বিসিবি

February 27, 2023 01:39:57 PM   ক্রীড়া প্রতিবেদক
এবার দীর্ঘ সময়ের জন্য ডিআরএস আনছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত আসরেও ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে ছিল নানা আলোচনা-সমালোচনা। যে কারণে বিসিবিকে বেশ বিপাকে পড়তে হয়েছিল। যদিও প্লে-অফ পর্বের ম্যাচ থেকে ডিআরএস প্রয়োগ করা হয়। তবে এবার আরো দীর্ঘ সময়ের জন্য ডিআরএস রাখার সুখবর দিল বিসিবি।

ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে আগামী ২০২৭ সাল পর্যন্ত ডিআরএস রাখার চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

সুজন বলেছেন, ‘আপনাদের তথ্যের জন্য বলছি, ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে। ডিআরএস হচ্ছে আমাদের প্রডাকশনের একটা ব্যাপার। ডিসিশন মেকিংয়ে অ্যাকুরেসি নিশ্চিত করা হয় এটার মাধ্যমে। আগে যখন ডিআরএস ছিল না, তখনও কিন্তু ক্রিকেটটা হতো। এমনকি বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টও ডিআরএস ছাড়াই সম্পন্ন হয়েছে।’

সুজন যোগ করেন, ‘এরপর যখন টেকনোলোজি আসে, তখন ডিআরএসকে আইসিসি ইভেন্টে বাধ্যতামূলক করে দেওয়া হয়। ঘরোয়া টুর্নামেন্টে আমাদেরও চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা যেটা করেছিলাম, প্রোডাকশনকে দিয়েছিলাম দায়িত্ব। এখন সেই বিষয় থেকে বেরিয়ে এসেছি। আমরা লম্বা সময়ের জন্য ডিআরএস প্রোভাইডারদের সঙ্গে চুক্তিতে যাচ্ছি। আমাদের অন্তত ২০২৭ পর্যন্ত দীর্ঘ চুক্তি। যেন বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো সবগুলোতে ডিআরএসের সাহায্য পায়।'