Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / এবার ২৮তম কেরালা উৎসবে চঞ্চল-সৃজিতের সিনেমা

এবার ২৮তম কেরালা উৎসবে চঞ্চল-সৃজিতের সিনেমা

December 03, 2023 02:19:31 AM   ডেস্ক রিপোর্ট
এবার ২৮তম কেরালা উৎসবে চঞ্চল-সৃজিতের সিনেমা

রূপালি জগৎ ডেস্ক:  
কেরালা উৎসবে প্রদর্শিত হবে ‘পদাতিক’। ৮ দিনব্যাপী উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১৫ তারিখ। উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার। চঞ্চল চৌধুরী অভিনীত কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের এই বায়োপিকের নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় মৃণালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। 
গত অক্টোবরে সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে। সেখানে দারুণ প্রশংসিত হয় সিনেমাটি। এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে সিনেমাটি।  উৎসবের ইন্ডিয়া সিনেমা নাউ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে এটি প্রদর্শিত হবে। 
এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন কর্ম ও সময়ের গল্প নিয়েই ‘পদাতিক’। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।