ক্রীড়া ডেস্ক:
অবশেষে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতের শুভমান গিল। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা নিয়ে লড়াই চলছিল বাবর আজম এবং শুভমান গিলের। তবে বিশ্বকাপ শুরুর প্রায় ১ মাস পেরিয়ে গেলেও সেরার আসনে উঠে আসা হয়নি গিলের। বাবর আজমের ব্যাটে যেমন রানের ফোয়ারা দেখা যায়নি, তেমনি গিলের ব্যাট থেকেও আসেনি বড় ইনিংস।
তবে সবশেষ হালনাগাদে ঠিকই বাবরকে টপকে গেলেন গিল। র্যাঙ্কিংয়ের দুই থেকে সেরার আসনে উঠে এসেছেন তিনি। ৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন এই ভারতীয়। পাকিস্তানের অধিনায়ক অবশ্য খুব একটা পিছিয়ে নেই। ৮২৪ পয়েন্ট নিয়ে গিলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন এই পাকিস্তানি।
সেরা দশে সবচেয়ে বড় লাফ দিয়েছেন বিরাট কোহলি এবং কুইন্টন ডি কক। দুই সপ্তাহ আগেও ১০ এর আশেপাশে থাকা এই দুই ব্যাটার নিজেদের উঠিয়ে এনেছেন সেরা ৫এ। ওয়ানডেতে রেকর্ড সেঞ্চুরির মালিক বিরাট এখন আছেন ৪র্থ স্থানে। আর ৩য় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ৫ নাম্বারে আছেন ডেভিড ওয়ার্নার। আর ধারাবাহিক পারফর্মের সুবাদে ৬এ উঠে এসেছেন রোহিত শর্মা।।
আফগানিস্তানের ইতিহাসে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির পর ইব্রাহিম জাদরানের র্যাঙ্কিংয়েও এসেছে উন্নতি। ৭ ধাপ এগিয়ে এখন তিনি উঠে এসেছেন ১২তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ সিরাজ। সেরা পাঁচে আছেন তিন স্পিনার। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আছেন দুইয়ে। তিনে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা আর চারে আছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ৫ম স্থানে যৌথভাবে আছেন শাহিন আফ্রিদি এবং জশ হ্যাজেলউড।