ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে বন্যাকবলিত এলাকার মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
সোমবার (৭ অক্টোবর) ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত শারমিন জানান, উপজেলার সাত ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়ে। রবিবার রাত থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বর্তমানে ধোবাউড়া সদর, পুরা কানধুলিয়া, গোয়াতলা ও বাঘবেড় এই চার ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আর দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা ও ঘোষগাঁও এই তিন ইউনিয়নে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, খুব দ্রুত পানি কমে পুরো উপজেলা স্বাভাবিক হয়ে উঠবে। এরপরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যাবে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এদিকে, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আলম জানান, উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ৯টিতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে হালুয়াঘাট সদর, কইচাপুর ও নড়াইল এই তিন ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
তিনি আরও জানান, বন্যার পানি কমতে শুরু করায় মানুষকে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সরকারি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এখনও দুই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ আছে। বন্যার পানি নেমে গেলে শ্রেণির কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তারা।