জিল্লুর রহমান মানিক,স্টাফ রিপোর্টার:
নানান আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা উইনার্স ক্লাবের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
“সুস্থ সবল যুব সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার দিনব্যাপী কুমিল্লার লালমাই লেক ল্যান্ড পার্কে এই বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী পুরুষ শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে উইনার্স ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
ক্রিড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ছেলেদের ৮০০ মিটার দৌড় , মোরগ লড়াই, চোখ বেঁধে পাতিল ভাঙ্গা, বস্তার মধ্যে পা রেখে দৌড় প্রতিযোগিতা,হাস ধরা , রশি টানা , কাবাডি খেলা,একক অভিনয়,কৌতুক ও চিঠিতে লেখাকৃত অভিনয় প্রদর্শন।
। অপরদিকে মেয়েদের অংশগ্রহণে বালিশ খেলা, চেয়ার বদল , রশি টানা এবং শিশুদের জন্য ১০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, গানের সাথে নৃত্য পরিবেশন,অংক দৌড়সহ মোট ২০ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় রশি টানা প্রতিযোগিতা, চোখ বেঁধে হাঁস ধরা , চিঠিতে লেখাকৃত বিভিন্ন অভিনয় প্রদর্শন ,কুমিল্লা উইনার্স ক্লাব এবং নোয়াখালী রয়েল স্পোর্টিং ক্লাবের মধ্যে কাবাডি খেলা, কুমিল্লা সদর ও লাকসাম উপজেলার ছেলে ও মেয়েদের রশি টানা প্রতিযোগিতা । অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রিয় গানের তালে শিশুদের নৃত্য পরিবেশনায় মুখরিত হয়ে উঠে দর্শক গ্যালারি । এ সময় উপস্থিত দর্শক ও খেলায় অংশগ্রহণকারীরা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উইনার্স ক্লাবের প্রধান উপদেষ্টা এনামুল হক বাপ্পা। প্রধান অতিথি বলেন একসময় গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ ধরনের ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো, তখন আমাদের যুব সমাজ মাদক, জঙ্গিবাদ ,সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও অপসংস্কৃতিতে আসক্ত ছিল না । এ ধরনের খেলাধুলা হারিয়ে যাওয়ার ফলে আমাদের যুব সমাজ আজ বিপদগামী হচ্ছে । আবারো যদি সমাজে এ ধরনের সুস্থ বিনোদন, ক্রিড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বৃদ্ধি করা যায় তাহলে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ,অবিচার ,অনৈক্য, মাদক জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ডিজিটাল ডিভাইস আসক্তি দূর হবে।
কুমিল্লা উইনার্স ক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উইনার্স ক্লাবের উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, ফয়সাল কবির সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । সারাদিনব্যাপী খেলাধুলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।