Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ক্যাডেট কলেজ ক্লাবের পরিচালনা পর্ষদ গঠন: সভাপতি আবুল আলা, পরিচালক আশরাফ হোসেন

ক্যাডেট কলেজ ক্লাবের পরিচালনা পর্ষদ গঠন: সভাপতি আবুল আলা, পরিচালক আশরাফ হোসেন

December 20, 2024 03:26:26 PM   স্টাফ রিপোর্টার
ক্যাডেট কলেজ ক্লাবের পরিচালনা পর্ষদ গঠন: সভাপতি আবুল আলা, পরিচালক আশরাফ হোসেন

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন তারিক আবুল আলা এবং পরিচালক (প্রশাসন এবং সেবা) পদে নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন।

এছাড়াও ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পরিচালক পদে কাজী মাসুম হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক পরিচালক নির্বাচিত হয়েছেন মিসেস জিন্নাত-উন-নাহার (সীমা)।

গত শনিবার পূর্বাচলের ক্লাব প্রাঙ্গণে ক্যাডেট কলেজ ক্লাবের ২২তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য নতুন এই পরিচালনা পর্ষদ ঘোষণা করে নির্বাচন কমিশন।

অন্য নির্বাচিত পরিচালকরা হলেন- ব্যারিস্টার তানিম খান, ডা. হাসান শাহরিয়ার মো. নূরুজ্জামান (কল্লোল), মেজর (অব.) সৈয়দ সাহেদ হাসান কবীর, খন্দকার মো. ওয়াহিদ সাদিক (শুভ), জীশান কিংশুক হক, নাজবুল এইচ খান, ডা. মাফরুহা আক্তার রুমানা, মেজর মোহাম্মদ আবু সুফিয়ান ও মোহাম্মদ আসাদুজ্জামান শাওন।