নালিতাবাড়ি (শেরপুর) সংবাদদাতা:
শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিকদের এক টাকা মজুরি বৃদ্ধির দাবি মেনে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে শ্রমিকরা। শনিবার বিকেলে শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিকদের তথ্যমতে, বন্দরে লোড-আনলোড কাজে যুক্ত আছে সাড়ে সাতশ শ্রমিক। এই শ্রমিকরা ভারতসহ বিভিন্ন দেশ থেকে থেকে আমদানি করা পণ্য গাড়িতে উঠানো-নামানোর কাজ করে থাকেন। এছাড়া দৈনিক হাজিরা ভিত্তিক পণ্য আনা নেয়া ও পাথর ভাঙার কাজে নিয়োজিত আছেন আরও প্রায় দুই হাজার শ্রমিক। বৈঠক শেষে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম মিয়া জানান, শ্রমিকদের মজুরি এক টাকা বৃদ্ধির দাবি মেনে নেওয়ায় আমরা কাজে ফিরেছি।
আমদানি-রপ্তানি মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি মজুরি বৃদ্ধির বিষয়টি আমলে নিয়ে আমরা তাদের দাবি মেনে নিয়েছি। আশা করছি, শ্রমিকরা দ্রুত সময়ের মধ্যে কাজে ফিরবে।