Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / কলম্বিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে নিহত ৮০

কলম্বিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে নিহত ৮০

January 20, 2025 06:24:28 AM   আন্তর্জাতিক ডেস্ক
কলম্বিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে নিহত ৮০

কলম্বিয়ার উত্তরপূর্বের বিদ্রোহী গোষ্ঠীর জাতীয় মুক্তি সেনার (ইএলএন) সঙ্গে অন্য একটি বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে গত তিন দিনের সংঘাতে প্রায় ৮০ জন নিহত হয়েছে।  

বিদ্রোহী গোষ্ঠী দুটির মধ্যে শান্তি আলোচনার ব্যর্থ হওয়ার পর মাত্র তিন দিনে এই হতাহতের ঘটনা ঘটে।

এই সংঘাতের মধ্যে অসহায় বেসামরিক নাগরিকরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকা পড়েছে।
গত বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) উত্তরপূর্বের কাতামুম্বো অঞ্চলে একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে ইএলএন। এই গোষ্ঠীটি বিলুপ্ত   কলম্বিয়া বিপ্লবী বাহিনীর (এফএআরসি) প্রাক্তন সদস্যদের নিয়ে গঠিত, তারা ২০১৭ সালে নিরস্ত্রীকরণের পরেও সংগ্রাম চালিয়ে যাচ্ছিল।  

নর্তে দে সান্তান্দ নামের এলাকাটির গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, সংঘাতে রবিবার পর্যন্ত প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সম্প্রদায়ের নেতা কার্মেলো গেরেরো এবং সাতজন প্রাক্তন এফএআরসি যোদ্ধা যারা একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করছিলেন।

এই এলাকাটি ভেনেজুয়েলার সীমান্তের কাছে অবস্থিত পাহাড়ি এলাকা যা কোকাইন উৎপাদনের জন্য পরিচিত।

হাজার হাজার মানুষ সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। কেউ কেউ পার্শ্ববর্তী ঘন পাহাড়ে আশ্রয় নিচ্ছে, অন্যরা সরকারি আশ্রয়কেন্দ্রে সহায়তা চাইছে। গভর্নর ভিলামিজার বলেছেন যে প্রায় দুই ডজন লোক আহত হয়েছে এবং সংঘর্ষের কারণে ৫ হাজারের জনের মত বাস্তুচ্যুত হয়েছে।  

কলম্বিয়ার সেনাবাহিনী বলছে, অঞ্চলটির নিরাপত্তা জোরদার করতে ৫ হাজারেরও বেশি সৈন্য পাঠানো হয়েছে।

সূত্র: আল জাজিরা