Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে মোটরসাইকেল প্রার্থীর সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে মোটরসাইকেল প্রার্থীর সংবাদ সম্মেলন

May 17, 2024 11:30:24 AM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে মোটরসাইকেল প্রার্থীর সংবাদ সম্মেলন

জাহাঈীর আলম, কালিয়াকৈর প্রতিনিধি:
নিজের নির্বাচনী কর্মীকে মারধর,হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের প্রতিবাদে এবং সুষ্ঠু,নিরপেক্ষ,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। তিনি এবারের  কালিয়াকৈর উপজেলা পরিষদের  নির্বাচনের মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের  চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। তারা উভয়েই আওয়ামী লীগ নেতা।

আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে প্রচার-প্রচারণাও।

বৃহস্পতিবার  দুপুরে উপজেলার মৌচাক বাসুমতি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, বিশিষ্ট সমাজসেবক নূরে আলম সিদ্দিকি, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ কামাল স্বপন,  বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক আলীম আল মামুন রাজিব,   মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাত হোসেন তুলা মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য কালিয়াকৈর উপজেলা পরিষদের  নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পুরুষ  ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।