সুশান্ত মল্লিক, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে যশোরের কেশবপুরে পদযাত্রা, সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের মাইকেল মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে কেশবপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সেখানে সংগঠনের উপজেলা শাখার সভাপতি সনৎ কুমার বসু হরির সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি নাজিম উদ্দীন, জেলার সাধারণ স¤পাদক তসলিমুর রহমান ও সংগঠনের নেতা জিল্লুর রহমান।
সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, প্রাক্তন ছাত্রনেতা রবিউল ইসলাম প্রমুখ।
বিপ্লবী কমিউনিস্ট লীগের ৯টি দাবির মধ্যে ছিল- দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল আইনসহ সকল কালা-কানুন বাতিল, গণবিরোধী বাজেট বাতিল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বিদেশে টাকা পাচারকারীদের গ্রেফতার, পাট-চিনিকলসহ রাষ্ট্রায়াত্ব সকল বন্ধ শিল্প-কলকারখানা চালু; জ্বালানী তেল, বিদ্যুৎ, সারের মূল্য কমানো, কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত কর প্রভৃতি।