Date: October 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / খুলনা / কেশবপুরে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের নানা আয়োজন

কেশবপুরে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের নানা আয়োজন

July 13, 2023 05:35:01 PM   উপজেলা প্রতিনিধি
কেশবপুরে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের নানা আয়োজন

সুশান্ত কুমার মল্লিক, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে মতবিনিময় সভা, শিক্ষা উপকরণ বিতরণ, রচনা প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিলর রশিদ, কবি ও লেখক মুহম্মদ শফি। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি মুনছুর আলী। আলোচনায় বক্তারা শিক্ষার্থীদেরকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করাসহ বৃত্তি প্রদান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দুপুরে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিথিবৃন্দ সততা স্টোর উদ্বোধন করেন।