কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘আসন্ন অর্থনৈতিক সঙ্কট ও বহিঃশক্তির হাত থেকে জাতিকে রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সোমবার কুষ্টিয়ার ভেড়ামারার নয়মাইলে এ অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদ।
কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বিশ্ব পরিস্থিতি বর্তমানে ভীষণ টালমাটাল। সমগ্র পৃথিবীর অর্থনীতিতে ইতোমধ্যেই বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে। হুহু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। বৈদেশিক ঋণের বোঝা দেশের প্রতিটি নাগরিকের কাঁধে বর্তায়। এই ঋণ পরিশোধ করতে না পেরে বৃদ্ধি করা হয় দ্রব্যমূল্য।’
তিনি আরো বলেন, ‘আমরা ভুল রাজনীতির চর্চা করি, যাতে জাতির ঐক্য ধ্বংস করার সকল আয়োজন সুসম্পন্ন করা হয়েছে। আর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে ইস্যু করে পরাশক্তিধর রাষ্ট্রগুলো ফায়দা লোটার ফন্দি এঁটেছে। তারা সুযোগ খুঁজছে। আমাদের দেশটাকেও তারা ইরাক সিরিয়া বানাতে চায়।’
তিনি বলেন, ‘যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশা’আল্লাহ হলফ করে বলতে পারি, এই সংকট আমরা মোকাবেলা করতে পারব। আমাদের কাউকে না খেয়ে মরতে হবে না, বিনা চিকিৎসায় মরতে হবে না, কেউ বস্ত্রের অভাবে কষ্ট পাবে না, শি¶া থেকে কেউ বঞ্চিত হবে না। এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। ঐক্যবদ্ধ জাতিসত্ত্বা গড়ে তুলতে পারলে সাম্রাজ্যবাদী অস্ত্রব্যবসায়ী পরাশক্তিধর সন্ত্রাসবাদী রাষ্ট্রগুলোর লোলুপদৃষ্টি থেকে আমাদের এই প্রিয় জন্মভূমি নিরাপদ থাকবে।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, হেযবুত তওহীদের খুলনা বিভাগ-২ এর সভাপতি জসেব উদ্দিন, খুলনা বিভাগ-২ এর কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজনু, খুলনা বিভাগ-২ এর নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি জুয়েল রানা, কুষ্টিয়া জেলা নারী বিষয়ক সম্পাদক আমিনা আক্তার পিংকি, পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি সেলিম শেখ, সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি জাওয়াদ লিটন, মিরপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মেজবাহ মুন্সী, দৌলতপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মহরম আলী বিশ্বাস, কুমারখালী উপজেলা হেযবুত তওহীদের সভাপতি সিদ্দিকুর রহমান, ইবি থানা হেযবুত তওহীদের সভাপতি মোজাম্মেল হক, দর্শনা থানা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল গফফারসহ কুষ্টিয়া জেলা হেযবুত তাওহীদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী বৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে হেযবুত তওহীদের মেহেরপুরজেলা বিভিন্ন নেতৃবৃন্দসহ সহস্রাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিডিয় পার্টনার ছিল দৈনিক দেশেরপত্র, জেটিভি অনলাইন ও ইলদ্রিম মিডিয়া।