এইচ এম রাকিব, নিজস্ব প্রতিনিধি:
হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে সদস্যদের উপর আকস্মিক হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। গত ২৩ আগস্টের ঘটনায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে নিহত হন হেযবুত তওহীদের একজন কর্মী, আহত হন আরো দশজন। এই বর্বোরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় গাজীপুর চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাজীপুর মহানগর হেযবুত তওহীদ।
গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ড. মাহবুব আলম মাহফুজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হেযবুত তওহীদ গাজীপুর ও উত্তরা জোনের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, ঢাকা জেলা হেযবুত তওহীদের সভাপতি ইউনুস মিয়া ও গাজীপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শাহজাহান প্রধান। আরো উপস্থিত ছিলেন জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক আলী আকবর, জেলার নারী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, মহানগরের নারী বিষয়ক সম্পাদক সাকিলা ইসলাম, মহানগর বসন থানা শাখার সভাপতি শাহ আলম হক, টঙ্গী থানার সভাপতি রাজু ইসলাম, কালিয়াকৈর থানা শাখার সভাপতি ইয়াকুব আলী, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মোস্তফা প্রধান, মহানগর হেযবুত তওহীদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোস্তাকিম খানসহ বিভিন্ন থানা ও উপজেলা শাখা হেযবুত তওহীদের নেতাকর্মীরা।
প্রধান অতিথি ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, ‘আমাদের দাবী, হেযবুত তওহীদের পাবনা কার্যালয়ে হামলা করে যারা নির্দোষ নিরপরাধ সদস্যদেরকে খুন করেছে, তাদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সঙ্গে পূর্ববর্তী সকল হত্যাকাণ্ডের বিচার করা হোক। এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যেন বাংলাদেশে কেউ আর জঙ্গিবাদের বিস্তার ঘটাতে না পারে, কেউ আর সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বা গুজব রটিয়ে মানুষের জানমালের ক্ষতিসাধন করার দুঃসাহস না দেখাতে পারে।’
বিশেষ অতিথি গাজীপুর ও উত্তরা অঞ্চলের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে সরকার আছে, আইন-শৃঙ্খলা বাহিনী আছে, সংবিধানে সুস্পষ্টভাবে নাগরিক অধিকার, মানবাধিকারের ধারাগুলো লিপিবদ্ধ আছে। প্রতিটি মানুষের কথা বলার, সংগঠন করার মৌলিক অধিকার সেখানে দেওয়া হয়েছে। অথচ হেযবুত তওহীদকে বারবার এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বারবার আক্রান্ত হয়েও আমরা বিচার পাচ্ছি না। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ সুজন হত্যার বিচারের দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছি।’
গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি শহিদুল ইসলামের বলেন, হেযবুত তওহীদ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করছে বিধায় একদল সন্ত্রাসী তাদের টার্গেট করে বারবার হামলা করছে। দেশের মানবাধিকার সংস্থাগুলো এসব ব্যাপারে তেমন কোন তৎপরতা দেখা যায় না। তাদেরকে সবকিছুর উর্ধ্বে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে হবে, সুজনের হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যারা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেন, তারা সন্ত্রাসী। কাজেই তাদেরকে বিচারের মুখোমুখী করতে হবে।’
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করা নেতাকর্মীরা সুজন হত্যাকাণ্ডের বিচার দ্রুত আইনে করার দাবি জানান। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। হাজার হাজার মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন দীর্ঘ এক কিলোমিটার লম্বা হয়।