Date: April 25, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / কুয়াকাটা স্পীড বোট মালিক সমিতির বার্ষিক বনভোজন

কুয়াকাটা স্পীড বোট মালিক সমিতির বার্ষিক বনভোজন

March 06, 2023 09:59:20 PM   স্টাফ রিপোর্টার
কুয়াকাটা স্পীড বোট মালিক সমিতির বার্ষিক বনভোজন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা স্পীড বোট মালিক সমিতির বার্ষিক বনভোজন  সম্পন্ন হয়েছে। সোমবার সকালে স্পীড বোট মালিক ও শ্রমিকরা পটুয়াখালী বনবিভাগের টেংরাগিরি ইকো পার্কে দিনবর ঘোরাঘুরি, প্রকৃতি দর্শন ও পর্যটকদের জন্য নতুন নতুন দর্শনীয় স্থন সৃষ্টির লক্ষ্যে আলোচনা করেন। নৃত্য,খেলাধুলা ও বিনোদন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে আনন্দঘন পরিবেশে আবার কুয়াকাটায় ফিরে এসে পর্যটকদের সেবায় ব্যস্ত হয়ে পরে।

স্পীড বোটে সমুদ্র পথে দর্শনীয়  স্পট ঘুরিয়ে দোখানো, সমুদ্রে জেলেদের মাছ ধরা উপভোগ সহ নানা বিনোদন দিয়ে আসছে কুয়াকাটা স্পীড বোট মালিক সমিতির সদস্যরা। পর্যটকদের গাইড হিসেবেও কাজ করে এরা। পর্যটকদের বিনোদন দেবার পাশাপাশি এবার নিজেরাই বিনোদনে দিনভর মেতে ছিলেন।

কুয়াকাটা স্পীড বোট মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ বেল্লাল খলিফা ও সাধারণ সম্পাদক মোঃ জনি আলমগীর জানান, স্পীড বোটে আমরা সমুদ্র ও নদী পদে পর্যটকদের বিনোদন দিয়ে থাকি। সারা বছর পর্যটকদের সেবা এবং বিনোদন দিয়ে আসলেও স্পীড বোট চালকরা বিনোদনের সময় পাচ্ছে না। এজন্য বছরে একবার বার্ষিক বনভোজনের পাশাপাশি বিনোদনের সূযোগ করে দিতে আমাদের এ আয়োজন।

তারা আরো বলেন- সুন্দরবনের পুর্বাংশ ফাতরার বন, টেংরা গিরি অভয়ারণ্যে, শুভ সন্ধা, লাল দিয়ার চরে পর্যটকদের জন্য নতুন স্পট তৈরি করার লক্ষ্যে কাজ করেছে চালকরা। বনভোজনে স্পীড বোট চালক ও মালিকরা ছাড়াও কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও  বন বিভাগের কর্মকর্তা, বন প্রহরীরা অংশগ্রহণ করেন। এ ভ্রমন ও বনভোজনের মধ্যদিয়ে অভিজ্ঞতা হয়েছে অনেক স্পীড বোট চালকদের।