Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / খুলে দেওয়া হলো কাপ্তাইয়ের ১৬টি জলকপাট

খুলে দেওয়া হলো কাপ্তাইয়ের ১৬টি জলকপাট

August 25, 2024 05:04:29 AM   ডেস্ক রিপোর্ট
খুলে দেওয়া হলো কাপ্তাইয়ের ১৬টি জলকপাট

রাঙামাটি প্রতিনিধি: 
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় এর ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।  রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে ছয় ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।  

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের। ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে।

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জল কপাট খুলে দেওয়া হয়। প্রত্যাশিত পানির ইনফ্লো না পাওয়ায় গতকাল রাতে খোলা হয়নি কাপ্তাই বাঁধের কোনও গেট।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে।