Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 28, 2024 05:30:02 AM   জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা রিপোর্টার ক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল শহরের ফুড পার্ক চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মো. মোস্তাকিম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ ফরিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল, চেয়ারম্যান, আরএসবি গ্রুপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আতাউর রহমান আকাশ এপিপি, জজ কোট, গাজীপুর অ্যাডভোকেট লাবিব উদ্দিন,  মোহাম্মদ সানাউল্লাহ ভুঁইয়া,স্টার গোল্ডেন,  অ্যাডভোকেট ফায়েজুর রহমান তানজিল, অধ্যাপক দেওয়ান আবুল কাশেম হাজী এস এম মনির উদ্দিন, এম সালাম শান্ত, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়া, বাসন মেট্রো এম কাজল খান প্রেসক্লাবের, বাংলাদেশ কবি কণ্ঠের আবু নাসের খান তপন প্রমুখ

প্রধান অতিথি মেজবাহউদ্দিন সরকার রুবেল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক।  দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা সব সময় কাজ করে থাকে। সরকারের উন্নয়ন গুলো আরো বেশি করে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান।  তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন গাজীপুর জজ কোর্টের অতিরিক্ত জিপি অধ্যাপক দেওয়ান আবুল কাশেম। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ।