Date: January 14, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

গাজীপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

January 12, 2025 12:47:31 PM   উপজেলা প্রতিনিধি
গাজীপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মো. তুহিন:
গাজীপুরে প্রকাশিত দুটি সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ শিকদার। তিনি দাবি করেছেন, এসব সংবাদ মিথ্যা ও বানোয়াট।

রোববার বিকেল সাড়ে তিনটায় জয়দেবপুর থানাধীন হোতাপাড়ায় এই সংবাদ সম্মেলনে এমদাদ শিকদার অভিযোগ করেন, “কথিত সাংবাদিক আবু বকর সিদ্দিক আমার ব্যবসায় অংশীদার হতে ৭০ ভাগ শেয়ার দাবি করেন। আমি অস্বীকৃতি জানালে তিনি মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে এবং আমার সংগঠনকে হেয়প্রতিপন্ন করেছেন।”

তিনি আরও বলেন, “আমি কখনোই ‘বড় মাস্তান’ দাবি করে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাইনি। আবু বকর সিদ্দিক তার প্রতিবেদনে মিথ্যাচার করেছেন। আমি সত্য উদঘাটনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে যুবদল ও ছাত্রদলের নেতারা মিথ্যা সংবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এমদাদ শিকদার অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন, তবে একইসঙ্গে মিথ্যাচারকারীদের শাস্তির দাবি তুলেছেন।

এ সময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।