Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুর সদর উপজেলা কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলা কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

February 06, 2025 08:15:56 AM   উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলা কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

মো. তুহিন, শ্রীপুর প্রতিনিধি:

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ করা হয়।

সমাবেশে গাজীপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইস্কান্দার আলম জানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওমর ফারুক সাফিন। এছাড়া বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা কৃষক দলের নেতা আসাদুজ্জামান হারুন ও আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, গাজীপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ কাজী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল আমিন মাস্টার।

এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, মিজানুর রহমান খোকন ও নাজমুল হক মুকুল, গাজীপুর সদর উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর আলম, সাবেক মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম প্রধানসহ ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।