Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার

গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার

February 18, 2025 04:50:36 AM   উপজেলা প্রতিনিধি
গফরগাঁওয়ে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অফিসার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়া ছাড়াও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা শিক্ষা অফিসার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ জানান, পরিদর্শনকালে মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এছাড়া, বিদ্যালয়ের কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয় কিনা এবং EFT (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) এর মাধ্যমে যেসব শিক্ষকের বেতনের সমস্যা রয়েছে, তা দ্রুত অনলাইনে আবেদন করে সমাধানের পরামর্শ দেন।

এ সময় উপজেলার জদরকালী স্কুলের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।