গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬নং রাওনা ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে তালা ভেঙে ৫১ বস্তা ভিজিডি'র চাল চুরি হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। রোববার (২৯ ডিসেম্বর) রাতে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রাওনা ইউনিয়নের ভিজিডি কার্ডের ১৬২ জন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত ১৬২ বস্তা চাল গোডাউনে রাখা হয়েছিল। এর মধ্য থেকে ৫১ বস্তা চাল চুরি হয়ে যায়।
রাওনা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. বজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় গতকাল (৩০ ডিসেম্বর) সোমবার দুপুরে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, "অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"