Date: May 20, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / গাম্বিয়ার ঘটনায় ভারতের ওষুধ শিল্প কড়া নজরদারিতে

গাম্বিয়ার ঘটনায় ভারতের ওষুধ শিল্প কড়া নজরদারিতে

August 03, 2023 09:57:58 AM   ডেস্ক রিপোর্ট
গাম্বিয়ার ঘটনায়  ভারতের ওষুধ শিল্প কড়া নজরদারিতে

ডেস্ক রিপোর্ট:

ভারতের কোম্পানির তৈরি কাশির সিরাপ খাওয়ার পর কিডনির সমস্যায় ভুগে আফ্রিকার দেশ দ্য গাম্বিয়ার ৭০ শিশুর মৃত্যু হয়। ২০২২ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে পাঁচ বছরের কম বয়সী এই ৭০ শিশুর মৃত্যু হয়।

এর জেরে ভারতের তৈরি ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছে নানা দেশ। তাই আগামী এক বছর ভারতের সমস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী ওষুধ উৎপাদন করতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। গাম্বিয়ার ঘটনার পর রপ্তানি বাজারে ধাক্কা খেয়েছে ভারতীয় ওষুধ সংস্থাগুলো। মূলত এতেই তৎপর হয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, যেসব ওষুধ সংস্থার ব্যবসার পরিমাণ ২৫০ কোটি টাকার কম তাদের এক বছরের মধ্যে নিজেদের পরিকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। ব্যবসা ২৫০ কোটি টাকার বেশি হলে সে জন্য ছয় মাস সময় দেওয়া হচ্ছে। এ দিকে সম্প্রতি রাজ্যসভায় পাস হওয়া জনবিশ্বাস বিল অনুযায়ী নকল ওষুধ বিক্রিতে সাজা কমছে। আদালতের বাইরে জরিমানা দিয়ে মিটমাটের সুযোগ মিলবে।