Date: April 20, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / চুক্তি অনুযায়ীই বদলে গেছে সিডন্সের ভূমিকা, বললেন সুজন

চুক্তি অনুযায়ীই বদলে গেছে সিডন্সের ভূমিকা, বললেন সুজন

May 02, 2023 02:55:58 PM   ক্রীড়া প্রতিবেদক
চুক্তি অনুযায়ীই বদলে গেছে সিডন্সের ভূমিকা, বললেন সুজন

খেলারপত্র ডেস্ক:
বাংলাদেশ দলের হেড কোচ ছিলেন একসময়। কয়েক বছর আগে জেমি সিডন্স ফেরেন ব্যাটিং কোচ হয়ে। শুরুতে তাকে নিয়ে প্রত্যাশার পাল্লাটা ছিল ভারি। কিন্তু পরে সেটি পূরণ করতে পারেননি।  
বিসিবির কাছে এরপর জেমি সিডন্স সময় চান এক বছর। সেটি শেষ হওয়ার আগেই জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ। নিজের ফেসবুকে পোস্টে তিনি জানান, জাতীয় দলের বদলে এখন থেকে কাজ করবেন ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে। কেন এমন সিদ্ধান্ত? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন, সিডন্সের সঙ্গে তাদের চুক্তিই ছিল এমন।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘বিসিবির সাথে সিডন্সের যে চুক্তি আছে সেখানে বলা আছে বিসিবির ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। আমরা তার সার্ভিস বিভিন্ন পর্যায়ে নেবো। আমরা আমাদের যখন যেখানে মনে করবো তার সার্ভিসটা দরকার, সেখানে নেবো। শুরুতে তাকে আমাদের জাতীয় দলে সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরবর্তীতে জেমিও আগ্রহ দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার। তার সঙ্গে কথাবার্তা ও সবকিছু থেকে সিদ্ধান্ত হচ্ছে।’
জাতীয় দলে জেমি সিডন্সের আবার ফেরার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে সিডন্স বলেন, ‘এটা খুব দ্রুত বলা হয়ে যাবে। মাত্রই একটা পরিবর্তন হলো। এখন এই মুহূর্তে বলা কঠিন। যখন দরকার হবে, তখন দেখা যাবে। আমাদের হেড কোচ যে আছে তারা কী চাচ্ছেন, তাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আসে। তাদের দিক থেকে যদি কোনো চাহিদা থাকে তাহলে দেখা যাবে।’
জাতীয় দলের কোচিং প্যানেলে এখন কোনো ব্যাটিং কোচ নেই। তবে চন্ডিকা হাথুরুসিংহে মূলত ব্যাটিং কোচ। সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিক পোথাস। জাতীয় দলে আবার কেউ কি ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাবেন? সিইও বলছেন, দলের চাহিদা অনুযায়ীই হবে সিদ্ধান্ত। তিনি বলেন, ‘দলের চাহিদা অনুযায়ী তো নিয়োগগুলো হচ্ছে। ইতোমধ্যেই আমাদের হাথুরুর কোচিং লাইনে দুই একজন যোগ দিয়েছেন। পরবর্তীতে আর কোনো চাহিদা এলে আমরা দেখব।’