Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারানো বাস থেকে ছিটকে পড়ে মারা যান

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারানো বাস থেকে ছিটকে পড়ে মারা যান

August 12, 2023 10:12:25 AM   বজ্রশক্তি ডেস্ক
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারানো বাস থেকে ছিটকে পড়ে  মারা যান

বজ্রশক্তি ডেস্ক: 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে থাকা পুরোনো জাহাজের যন্ত্রাংশে ধাক্কা দেয়। এসময় বাসটির দরজায় থাকা এক যাত্রী ছিটকে নিচে পড়ে চাকা ও যন্ত্রাংশের মাঝে পড়ে  মারা যান।


আজ(১২ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম বুলবুল মিয়া। আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নেত্রকোনা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি ফটিকছড়ি মাইজভান্ডার দরবারে যাচ্ছিল। সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএম গেট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিভিন্ন দোকানের সামনে রাখা জাহাজের পুরোনো যন্ত্রাংশে ধাক্কা দেয়। এসময় বাসের যাত্রী বুলবুল ছিটকে পড়ে পিষ্ট হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছেন।