Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠাল প্রশাসন

চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠাল প্রশাসন

August 06, 2023 09:20:09 AM   স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠাল প্রশাসন

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে নগরে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ২৫০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে জেলা প্রশাসন। শনিবার (৫ আগস্ট) রাতে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান নিজে এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন,কয়েকদিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে মহানগরকে ৬ টি সার্কেলে ভাগ করে জেলা প্রশাসনের টিম কাজ করছে। প্রতিদিন মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পাহাড়ে যাতে মানুষের আর প্রাণ না দিতে হয় সে জন্যে কাজ করছি। মাইকিং থেকে শুরু করে সকলকে সচেতন করার লক্ষে প্রতিদিন জেলা প্রশাসনের টিম কাজ করছে। আজকেও আমি নিজে ঝুকিপূর্ণ পাহাড় থেকে ২৫০টি পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়েছি। তাদের জন্য প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছি। চট্টগ্রামের সকল পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯ টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গত কয়েকদিন আগে বেলতলীঘোনায় পাহাড়ের পাদদেশ থেকে বসবাসরতদের উচ্ছেদ করা হয়েছে। যারা পাহাড় কাটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা ও নিয়মিত মামলা করা হয়েছে। পাহাড় রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। ব্যাক্তি বা সরকারি যার মালিকানায় পাহাড় থাকুক যারা পাহাড় কাটার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, স্টাফ অফিসার টু ডিসি প্লাবন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।