Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০২

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০২

September 15, 2023 10:33:58 AM   ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১০২

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এদিন ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০২ জন। এতে করে জেলায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৩ জনে।

আজ(১৫ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩১৮ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩১ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩২ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৫৫ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২৩৫ জন।