অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
চীনে চাহিদার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে কয়লা উত্তোলন। ভারী হচ্ছে জ্বালানিটির মজুদও। দেশটির অর্থনীতি নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে গতিশীল হচ্ছে। এ কারণে কয়লা উত্তোলন বাড়াচ্ছে খনিগুলো। চাহিদার চেয়েও উত্তোলন বেশি হওয়ায় দেশটিতে কয়লার দাম কমে এক বছরের সর্বনিম্নে নেমেছে বলে জানিয়েছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার। চীন বিশের শীর্ষ কয়লা ব্যবহারকারী। উত্তোলন বাড়তে শুরু করায় সেখানে জ্বালানিটির আমদানির ক্ষুধা কমছে। এতে চাপের মুখে পড়ছে বৈশ্বিক দাম।
চীনে কয়লার ব্যবহার পুনরুজ্জীবিত হচ্ছে। এর অর্থ হলো দেশটিতে বিদ্যুতের ব্যবহার এবং অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটিতে কয়লার চাহিদা বাড়তে পারে ২ শতাংশ।
অবকাঠামো নির্মাণ ও শিল্প-কারখানার উৎপাদন বাড়তে থাকায় কয়লার চাহিদা ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে চীন অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির ওপর থেকে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। ফলে দেশটি থেকে উচ্চমানসম্পন্ন কয়লা আমদানি নিয়েও সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। এদিকে বন্দর ও ইউটিলিটি প্রতিষ্ঠানগুলোয় ক্রমবর্ধমান মজুদ বিপুল পরিমাণে উত্তোলনের দিকেই ইঙ্গিত করছে। এতে বাজারসংশ্লিষ্টদের আত্মবিশ্বাস কমছে।
চীনের উত্তরাঞ্চলীয় বন্দরগুলোয় চলতি সপ্তাহে ৫ হাজার ৫০০ কিলোক্যালরির তাপমানসমৃদ্ধ তাপীয় কয়লার দাম কমে টনপ্রতি ৯৮০ ইউয়ান বা ১৪২ ডলার ৪৯ সেন্টে নেমেছে, ২০২২ সালের ফেব্রুয়ারির পর এটিই সর্বনি¤œ দাম। বিশ্ববাজারেও তাপীয় কয়লার দাম কমেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ান ৫ হাজার ৫০০ কিলোক্যালরির তাপমানসমৃদ্ধ কয়লার দাম প্রায় ১০ শতাংশ কমেছে। দুই সপ্তাহজুড়ে ফ্রি অন বোর্ড চুক্তিতে প্রতি টন লেনদেন হচ্ছে ১১৮ ডলারে। অন্যদিকে ইন্দোনেশিয়ান ৩ হাজার ৮০০ কিলোক্যালরির তাপমানসমৃদ্ধ কয়লার দাম ১৭ শতাংশ কমে টনপ্রতি ৬৭ ডলারে নেমেছে।
চীনের কয়লা পরিবহন ও বিতরণ অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য বলছে, চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরগুলোয় কয়লার মজুদ বেড়ে ৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টনে উন্নীত হয়েছে। ২০২০ সালের পর এ পরিমাণ মজুদ আর কখনো দেখা যায়নি। প্রধান ইউটিলিটিগুলোয়ও মজুদ চার বছরের সর্বোচ্চে অবস্থান করছে। তবে কয়লার ব্যবহার গত বছরের সমপর্যায়ে রয়েছে। চান্দ্রবর্ষের ছুটি শেষে বেশির ভাগ খনি উত্তোলনে ফিরেছে। তবে প্রক্রিয়াজাত খাতে প্রবৃদ্ধির গতি এখনো শ্লথ।