Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / চলে গেলেন পামেলা চোপড়া

চলে গেলেন পামেলা চোপড়া

April 20, 2023 11:39:30 AM   বিনোদন প্রতিবেদক
চলে গেলেন পামেলা চোপড়া

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২০১২ সালে মারা যান ভারতের সবচেয়ে বড় সিনেমা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের কর্ণধার যশ চোপড়া। এবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইহলোকের মায়া কাটালেন তার স্ত্রী পামেলা চোপড়া। আজ বৃহস্পতিবার ২০ এপ্রিল মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সম্পর্কে তিনি যশরাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়ার মা, বিখ্যাত অভিনেত্রী রানি মুখার্জির শাশুড়ি।

পামেলা চোপড়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে যশরাজ ফিল্মসও। এদিকে, ডা. প্রহ্লাদ প্রভুদেসাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘পামেলা আজ মারা গেছেন। তিনি ১৫ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন। নিউমোনিয়া হয়েছিল তার। ’

পামেলা যশ চোপড়াকে জীবদ্দশায় নানাভাবে সাহায্য করে গিয়েছিলেন। একাধিক সিনেমায় কখনো লেখক হিসেবে, কখনো পোশাক ডিজাইনার হিসেবে বা কখনো গায়িকা হিসেবে তার নাম দেখা গেছে। তার গাওয়া বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম চাঁদনীর ‘ম্যায় সাসুরাল নাহি জাউঙ্গি’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ‘ঘর আজা পারদেশি। ’ মনপ্রীত কৌরের সঙ্গে যৌথভাবে গানটি গেয়েছেন পামেলা।

যশ চোপড়ার ১৯৭৬ সালের সিনেমা ‘কাভি কাভি’র গল্পও লিখেছিলেন পামেলাই। ১৯৮১ সালের সিনেমা ‘সিলসিলা’র ডিজাইনার ছিলেন তিনি। যশ চোপড়া তার দেওয়া একাধিক সাক্ষাৎকারে ‘যশরাজ ফিল্মস’-এর অন্যতম ভিত্তি হিসেবে নাম নিয়েছিলেন স্ত্রী পামেলার। বিয়ের পর থেকেই স্বামীর কাঁধে কাধ মিলিয়ে কাজ করে গিয়েছেন ভারতীয় সিনেমা জগতে।

পামেলা চোপড়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ইন্ডাস্ট্রির প্রায় কমবেশি সকলেই। একের পর এক শোক প্রস্তাবে ছেয়ে যাচ্ছে বলিউড। তার শেষকৃত্যে উপস্থিত হতে জমায়েত হচ্ছেন নামকরা তারকারা।