Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / চলচ্চিত্রে পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ

চলচ্চিত্রে পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ

November 07, 2022 05:27:31 PM   বিনোদন প্রতিবেদক
চলচ্চিত্রে পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক: প্রথমবার অভিনয় করছেন পান্থ কানাই। তাও আবার শুরুটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে।

এই সিনেমার মাধ্যমেই দেশীয় চলচ্চিত্রে সূচনা হতে যাচ্ছে টিভি ও ওয়েব কনটেন্টের সাম্প্রতিক সবচেয়ে উজ্জ্বল মুখ তাসনিয়া ফারিণের। তিনি এর আগে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তে কাজ করেছেন। এরমধ্যে কাজ করার কথা জানিয়েছেন টলিউডের অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায়। তবে সেসব ছাপিয়ে ফারিণ এবার কাজ করছেন ঢালিউডের সিনেমায়।

পান্থ কানাইকে বলা হয় লোক ও রক ঘরানার জাত সংগীতশিল্পী। যিনি একাধারে মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী। সংগীতের তিন দশকের ক্যারিয়ার। শেষ চমক দেখালেন ‘কোক স্টুডিও বাংলা’য়। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে একেবারে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।

ছবিটির নাম ‘দাহকাল’। নির্মাণ করছেন মঈন হাসান ধ্রুব। এতে পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ ছাড়াও অন্যতম চরিত্রে আছেন ‘স্বপ্নজাল’-‘পরাণ’-খ্যাত ইয়াশ রোহান।

পান্থ কানাই বলেন, ‘ছবিটির কাজ বেশ আগেই শুরু হয়েছে। তবে আমার অংশ এখন চলছে। জীবনে প্রথম অভিজ্ঞতা অভিনয়ে। তাও আবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সব মিলিয়ে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ।’

এতে পান্থ কানাই অভিনয় করছেন একটি অ্যাড এজেন্সির মালিক হিসেবে। অন্যদিকে ফারিণ হচ্ছেন মডেল। মূলত এজেন্সি প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে ‘দাহকাল’-এর গল্প।

প্রথম অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে পান্থ কানাই বলেন, ‘প্রথমে খুব নার্ভাস ছিলাম। পরে ডিরেক্টরের সাহস ও ধমক খেয়ে চেষ্টা করি। এরপর দেখলাম ভালোই পারছি! এক একটি শট শেষ হচ্ছে, আর তালি পাচ্ছি ইউনিটের। অনেকেই বলছিলেন, আমি নাকি জাত অভিনেতা! এসব শুনে বেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমি তো ভাবছি, এখন থেকে গানের পাশাপাশি নিয়মিত অভিনয় করবো। এটা বেশ মজার।’

এদিকে সহশিল্পী তাসনিয়া ফারিণেও বেশ মুগ্ধ এই গানের মানুষ। ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ হয়ে ‘কারাগার’ দেখে ফারিণের অভিনয়ে মুগ্ধতায় ভাসলো দুই বাংলার ওটিটি দর্শক। এই অভিনেত্রী প্রসঙ্গে পান্থ কানাই বললেন, ‘ফারিণ ফ্যান্টাস্টিক। এত সাবলীল একজন অভিনেত্রী, যেটা কাছ থেকে না দেখলে টের পাওয়া যাবে না। আর মানুষ হিসেবেও সে অসাধারণ। আমার অন্তত তা-ই মনে হয়েছে একসঙ্গে কাজ করে।’

জানা গেছে, ‘দাহকাল’-এর শুটিং এখন মাঝপথে আছে। প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা আসছে বছরের প্রথমাংশে।