খেলারপত্র ডেস্ক:
গতকালই আফগানিস্তান সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই সিরিজ শেষে এখন ছুটিতে আছেন দলের ক্রিকেটাররা। তবে সাকিব-লিটনদের এই অবসর খুব একটা দীর্ঘ হচ্ছে না। কারণ আগামী আগস্টে শুরু হবে এশিয়া কাপ। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জানিয়েছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামেই হবে এই ক্যাম্প। প্রাথমিক আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক।
নান্নু বলেন, ‘মাত্রই একটা সিরিজ শেষ হলো। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুইটি বড় প্রতিযোগিতা আছে। নিউ জিল্যান্ড সিরিজও আছে। সবকিছু বিবেচনা করে আমরা ২৯ জুলাই থেকে ঢাকায় একটি ক্যাম্প শুরু করবো। প্রাথমিক আলোচনাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই ক্যাস্পের শুরুতে ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর হবে স্কিল ট্রেনিং। নান্নু বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক অনেক খেলা হচ্ছে। খেলোয়াড়দের ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাটাও আমাদের মাথায় কাজ করে। কারণ, খেলোয়াড়দের লম্বা সময়ের সেবা পেতে তাদের বিশ্রামের একটা ব্যাপার আছে। এসব আমলে নিয়েই দল প্রস্তুত করা হয়। আমি আশা করছি আগামী কন্ডিশনিং ক্যাম্পটা সাহায্য করবে ফিটনেসের ব্যাপারে। এশিয়া কাপ খুব গুরুত্বপূর্ণ, এশিয়া কাপের আগেই সবাইকে পুরোপুরি সুস্থ পাবো আশা করছি। সেরা দলটাই দিতে পারবো।’