Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরি

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরি

February 22, 2023 12:38:14 PM   নিজস্ব প্রতিবেদক
চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরি

নিজস্ব প্রতিবিদক:
অমর ২১ শে ফ্রেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামের চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে। প্রভাত ফেরি পালনের মাধ্যমে শিক্ষক- শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ও  বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শহীদদের কৃতিত্বের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে  অমর ২১ শে ফেব্রুয়ারিকে স্মরণীয় করতে ও সব শিক্ষার্থীদেরকে আমাদের ভাষা শহীদদের ত্যাগ ও তার ইতিহাস এবং তাঁদের মাতৃভাষার সম্মান রক্ষার্থে ত্যাগের মর্যাদা সম্বন্ধে জানাতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সহ.প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. তুহিন মাহমুদ (সহ. শিক্ষক)। অনুষ্ঠানে ভাষা ও শহীদদের নিয়ে লেখা স্মৃতি বিজড়িত গান, কবিতা, বক্তৃতা, অভিনয় ইত্যাদির মাধ্যমে শহীদদেরকে স্মরণ ও সম্মান জানানো হয়।