Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়েশিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়েশিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

February 13, 2023 11:22:42 PM   নিজস্ব প্রতিনিধি
চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়েশিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে অবস্থিত চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়’ ও 'সেলিম'স টিউটোরিয়াল একাডেমি' এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১০ টায় শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। 

IMG_2741
 

আরও উপস্থিত ছিলেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো. নুরুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে তিন শতাধিক অভিভাবক ছিলেন। সমাবেশের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক ডা. তুহিন মাহমুদ। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা জনাব হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “বলা হয়ে থাকে, বাড়িই হচ্ছে একটি শিশুর প্রথম স্কুল এবং মা-বাবা হচ্ছেন ওই শিশুর প্রথম শিক্ষক। সব মা-বাবা অন্তর থেকে সন্তানের ভালো চায় এবং সন্তানের ওপর মা-বাবার প্রভাব অপরিসীম। তাই শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকাও অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। শুধু অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার বিষয়ে যথাযথ জ্ঞান প্রদান করা সম্ভব নয়, যার জন্য তাদের স্কুলের শিক্ষাও অপরিহার্য। আবার অভিভাবকদের সহযোগিতা ছাড়া একাধিক শিক্ষার্থীকে তাদের নিজ নিজ সামর্থ্যরে সঠিক ব্যবহার করে পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত করাও পুরোপুরি সম্ভব হয়ে উঠে না। তাই স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিবিড় তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ অপরিহার্য।আমাদের এটাও স্বরণে রাখা উচিৎ, একমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই কাউকে সুশিক্ষিত বলা যায় না। সুশিক্ষিত হতে হলে সৃজনশীল জ্ঞান এবং প্রয়োগ দক্ষতা অর্জন করতে হয়। পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের প্রয়োজন হয়। কারণ এই প্রাথমিক শিক্ষার সময়টিই একজন ছাত্র-ছত্রীর জন্য তার ভবিষ্যতের লক্ষ্য অর্জনের একমাত্র ভিত্তি স্থাপনের সময় সুতরাং ভবিষ্যতে নিজ দেশ ও জাতিকে উচ্চ শিখরে আরোহণ করতে,  ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা উভয় দিক থেকেই যথাযথ শিক্ষায় শিক্ষিত করা অতিব জরুরী। যার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাকদেরকেও এগিয়ে আসতে হবে। এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে অবশ্যই সমন্বয় থাকতে হবে। যেন প্রতিটি অভিভাবক-শিক্ষক, পরিবার, সমাজ, জাতি এবং রাষ্ট্রের প্রয়োজন ও চাওয়া অনুযায়ী প্রতিটি সন্তান তাদের নিজ যোগ্যতা ও মোধার সঠিক ব্যবহার ও বিকাশের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষাসহ নৈতিক চরিত্র, শৃঙ্খলা ইত্যাদি সব দিক থেকেই যথেষ্ট শিক্ষিত হয়ে উঠতে পারে। এবং দেশ ও জাতির কল্যাণে বড় ধরনের অবদান রাখতে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে।

”সমাবেশে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নুরুল হক, উক্ত বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া প্রমুখ । এছাড়াও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি-অনুপস্থিতির হার, অগ্রগতি যাচাই, পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ, তাদের আচার-আচরণ, ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা, বাড়িতে তাদের লেখাপড়া পর্যবেক্ষণের ক্ষেত্রে সচেতনতা, বিভিন্ন দিবসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময় করেন প্রধান শিক্ষক জনাব মো. রাশেদুল হাসানসহ সহ.প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ। এবং অভিভাবকগণও তাদের মতামত ও পরামর্শ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য সাধনে পূর্ণতা প্রদান করেন।