Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ছাত্রী নির্যাতন: ইবি ছাড়লেন ছাত্রলীগ নেত্রী, সংগঠন থেকে অব্যাহতি

ছাত্রী নির্যাতন: ইবি ছাড়লেন ছাত্রলীগ নেত্রী, সংগঠন থেকে অব্যাহতি

February 17, 2023 09:51:18 PM   উপজেলা প্রতিনিধি
ছাত্রী নির্যাতন: ইবি ছাড়লেন ছাত্রলীগ নেত্রী, সংগঠন থেকে অব্যাহতি

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিংয়ের নামে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে হল ছেড়েছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম। এ ছাড়া অন্তরাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা হল ছাড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্দেশনা পেয়ে আমি তাদের হল ছাড়ার নির্দেশ দিই। তারা সন্ধ্যার পর হল ছেড়ে চলে যান।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমি অভিযুক্ত দুইজনকে হল থেকে চলে যাওয়ার বিষয়ে হল প্রভোস্টকে জানাই। এ ছাড়া ভুক্তভোগী ছাত্রীর নিরাপত্তার জন্য ইবি থানার ওসিকে নির্দেশ দিয়েছি এবং বিচার বিভাগীয় তদন্তের জন্য আইন প্রশাসককে বলা হয়েছে।’ ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি অন্তরাকে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে অন্তরা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। র‌্যাগিংয়ের সময় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা তাকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে রাখে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনা তদন্ত করতে বুধবার কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাঁচ সদস্যের কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।