Date: May 20, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / জেএমআই হসপিটাল লেনদেনের শীর্ষে

জেএমআই হসপিটাল লেনদেনের শীর্ষে

August 03, 2023 09:48:59 AM   ডেস্ক রিপোর্ট
জেএমআই হসপিটাল লেনদেনের শীর্ষে

ডেস্ক রিপোর্ট:


ফু-ওয়াং ফুড লিমিটেডকে টপকে লেনদেনের দিক দিয়ে পুঁজিবাজারে শীর্ষ স্থান দখল করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। জেএমআই হসপিটাল নতুন করে একটি হাসপাতাল করবে। হাসপাতালটি আগামী বছরের জুলাই মাসে চালু হবে, এমন খবরে বিনিয়োগকারীরা এই শেয়ারে নজর দিয়েছেন। ফলে বুধবার (২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল জেএমআই হসপিটাল।

বুধবার কোম্পানির ৩৫ লাখ ২১০টি শেয়ার হাতবদল হয়েছে। তাতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২৯ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৬৪ লাখ ৩৯ হাজার ৭১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইর তথ্য মতে, জেএমআই হসপিটাল কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ ‘জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড’ শিরোনামে একটি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। যার অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ টাকা (বিশ) কোটি টাকা। যেখানে কোম্পানির হাতে শেয়ার থাকবে ৬৫ শতাংশ। আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে।

জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৫৪ পয়সা। যা এর আগের বছর ছিল ১ টাকা ৬০ পয়সা। তিন প্রান্তিক অর্থাৎ জুলাই ২০২২ থেকে মার্চ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৫৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৮৯ পয়সা।