Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদক

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদক

August 18, 2023 07:37:56 AM   ডেস্ক রিপোর্ট
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ  ও বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদক

ডেস্ক রিপোর্ট:

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে সেবা প্রদানে ঘুষ লেনদেনের অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

ঢাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ও নরসিংদী বিআরটিএ অফিসে গতকাল বৃহস্পতিবার অভিযানকালে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

আজ(১৮ আগস্ট) সংস্থাটির (জনসংযোগ) কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ঘুষ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের অফিসে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সংশ্লিষ্ট অফিসে উপস্থিত বিভিন্ন সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে।

সেবা গ্রহীতাদের একজন অভিযোগ করেন তিনি ২০১৩ সাল থেকে একটি কাজ নিয়ে সংশ্লিষ্ট অফিসে বিভিন্ন পর্যায়ে হয়রানির শিকার হয়েছেন। অপর একজন সেবাগ্রহীতা অভিযোগ করেন তিনি বিগত কয়েকমাস ধরে নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মচারী কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। টিম পরে সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও পরিচালকের (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) সঙ্গে আলোচনা করেন। তারা গ্রাহকদের সঠিক সেবা প্রদান ও অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার বিষয়ে আশ্বস্ত করেন।

অন্যদিকে নরসিংদী বিআরটিএ’র কর্মচারী- কর্মকর্তাদের বিরুদ্ধে লাইসেন্স প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদকের গাজীপুর এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অবস্থান করে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে।

এসময় টিম ৩ জন দালালকে অর্থ ও কিছু কাগজপত্রসহ হাতেনাতে ধরে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট টিম বিআরটিএ, নরসিংদীর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে দুদক জানিয়েছে।