নিজস্ব সংবাদদাতা:
বিদেশে গিয়েও দেশের মানুষের জন্য অকাতরে নিজের অর্জিত সম্পদকে বিলিয়ে দিয়েছেন সৌদি প্রবাসী ইমাম হোসেন সরকার। কখনো গ্রামের মানুষের জন্য রাস্তাঘাটের উন্নয়ন, কখনও মসজিদ মাদ্রাসা নিমার্ণ কিংবা মানুষদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষদের পাশে থেকেছেন তিনি।
জানা যায়, ইমাম হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সন্তান। ২০০১ সালে পরিবারের হাল ধরার জন্য সৌদি আরবে পারি জমান তিনি। সেখানে অক্লান্ত পরিশ্রম করে এক সময় প্রতিষ্ঠা করেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান। মানুষদেরকে বিদেশের মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ইমাম হোসেন সরকার। এছাড়াও যারা আর্থিক সমস্যার কারণে বিদেশে যেতে না পারা মানুষদেরকে নিজ খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন এই কৃতি সন্তান।
তার পরিবারের সদস্যরা জানায়, বিদেশের কর্মসংস্থান করে দেওয়ার পাশাপাশি সদা সর্বদা থেকেছেন নিজ গ্রামের অসুস্থ মানুষদের পাশে। আর্থিক সহায়তা, চলাচল করার জন্য রাস্তার উন্নয়নের কাজে সহোযোগিতা, মসজিদ মাদ্রাসা নির্মাণেও পাশে থেকেছেন ইমাম হোসেন। এলাকার যুবসমাজকে মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে খেলাধুলার জন্য কাজ করেছেন ইমাম হোসেন সরকার। আয়োজন ও ব্যবস্থা করেছেন বিভিন্ন খেলাধুলার।
এদিকে বিদেশে থেকে আসার খবরে এলাকাবাসীর পক্ষ থেকে সৌদি প্রবাসী ইমাম হোসেন সরকারকে ২০০ শতাধিক ভক্ত তাকে এয়ারপোর্টে সংবর্ধনা দেন। এলাকায় গিতে সৌদি প্রবাসী ইমাম হোসেন সরকার তার নিজ বাড়িতে গ্রামবাসী ও আত্মীয় স্বজন সহ ১৩০০ মানুষ নিয়ে এক বিশাল প্রীতিভোজের আয়োজন করেন। এতে অতিথি হিসেবে ছিলেন, মহিষ মারির চেয়ারম্যান, ইমাম হোসেনের ৯৮ ব্যাচের বাল্যবন্ধুরা, এলাকার শিশু, কিশোর ও বৃদ্ধ সহ সাধারণ মানুষ।