Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / জাপানিজ কোম্পানি এমারেল্ড অয়েলের ১১ লাখ শেয়ার কিনবে

জাপানিজ কোম্পানি এমারেল্ড অয়েলের ১১ লাখ শেয়ার কিনবে

August 07, 2023 09:31:15 AM   ডেস্ক রিপোর্ট
জাপানিজ কোম্পানি এমারেল্ড অয়েলের ১১ লাখ শেয়ার কিনবে

ডেস্ক রিপোর্ট:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের ১১ লাখ শেয়ার কিনবে জাপানি প্রতিষ্ঠান বি-বর্ন কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে বাজার মূল্যে কিনতে চায় বি-বর্ন কোম্পানি। গত ১ আগস্ট কোম্পানির শেয়ার কিনতে চেয়ে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে চিঠি দিয়েছে বি-বর্ন কোম্পানির সিইও।

প্রতিষ্ঠানটির সিইও শিংগো মিয়াওছি স্বাক্ষর চিঠিতে বলেন, গত ১৭ থেকে ২২ জুলাই বাংলাদেশ ভিজিট করেছি। আমাদের কোম্পানির কর্মকর্তারা জানান, এখানে ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে, যে প্রতিষ্ঠানটি রাইস বেন অয়েল তৈরি করে অর্থাৎ ধানের কুঁড়া থেকে স্পন্দন রাইস অয়েল। তাই আমরা বাজার থেকে কোম্পানির ১১ লাখ শেয়ার কিনতে চাই। বর্তমানে কোম্পানির ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০ টি শেয়ার রয়েছে। তার মধ্যে ৫৪ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে, সাত দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে। এই দুই ক‍্যাটাগরি থেকে ১১ লাখ শেয়ার কিনবো।উল্লেখ্য, গত বছর অর্ধ যুগ পর উৎপাদনে ফিরছে এমারেল্ড অয়েল লিমিটেড।