Date: December 30, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / জামালপুর-৪ আসনে বিজয়ী আব্দুর রশীদ

জামালপুর-৪ আসনে বিজয়ী আব্দুর রশীদ

January 08, 2024 05:41:47 AM   উপজেলা প্রতিনিধি
জামালপুর-৪ আসনে বিজয়ী আব্দুর রশীদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ডা. মুরাদ হাসানের ঈগল এবং আওয়ামী লীগের নৌকার মাহবুবুর রহমানকে পেছনে ফেলে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুর রশিদ।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার সর্বশেষ দেয়া তথ্য অনুযায়ী, আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট এবং আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত-সমালোচিত ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৩৩ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী।

এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এক হাজার ৯৭০ জন। এর মধ্যে এক হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী।

এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলে আব্দুর রশীদের জয় নিশ্চিত হয়।