Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিশেষ নিবন্ধ / জলিল উদ্দিন মাতুব্বরের পক্ষ থেকে ঈদ্-এ মিলাদুন্নবীর শুভেচ্ছা

জলিল উদ্দিন মাতুব্বরের পক্ষ থেকে ঈদ্-এ মিলাদুন্নবীর শুভেচ্ছা

October 09, 2022 02:12:55 AM   জেলা প্রতিনিধি
জলিল উদ্দিন মাতুব্বরের পক্ষ থেকে ঈদ্-এ মিলাদুন্নবীর শুভেচ্ছা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে  শুভেচ্ছা ও মোবারকবাদ  জানিয়েছেন জননেতা জনাব মো: জলিল উদ্দিন মাতুব্বর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আঠারো গাছিয়া  ইউনিয়ন শাখা ।  তিনি আরো বলেন  অন্যান্য ধর্মীয় উৎসবের মতো মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব হলো ঈদে মিলাদুন্নবী একেই আনেকে  আবার বারই রবিউল আউয়াল নামে অবহিত করে এই দিনে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মানব মুক্তি দাতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ  শিক্ষক মানব সভ্যতার বিকাশ ঘঠন কারি, আইয়ামে জাহেলিয়া যুগে সৃষ্টিকর্তার  মহাগ্রন্থ আল কুরআন প্রতিষ্ঠাকারী ও আল আমিন  সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে বিশেষ ব্যক্তিত্ব।