Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশবান্ধব শীর্ষক সেমিনার আলোচনা অনুষ্ঠিত হয়

টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশবান্ধব শীর্ষক সেমিনার আলোচনা অনুষ্ঠিত হয়

November 05, 2023 10:57:48 AM   স্টাফ রিপোর্টার
টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশবান্ধব শীর্ষক সেমিনার আলোচনা অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার:

ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের উদ্যোগে ঢাকায় টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশ-বান্ধব শীর্ষক একটি সেমিনার আলোচনা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৪ নভেম্বর) আয়োজিত এ সেমিনারে এতে বিজ্ঞ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ড. মোহাম্মদ রায়হান শরীফ, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেবরাজ দে, অক্সফাম বাংলাদেশ, ড. খান মেহেদী হাসান, পিএইচডি, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ শাহরিয়ার খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, নেক্সক্রাফ্ট লিমিটেড ও প্রতিষ্ঠাতা, এন্টারপ্রেনার ক্লাব অব বাংলাদেশ।

ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের পরিচালক মাহমুদুন নবী বলেন, বিশ্ব আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের হ্রাস এবং অসমতা সহ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় টেকসই ব্যবসায়িক অনুশীলনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আলোচকরা টেকসই ব্যবসায়িক অনুশীলনগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, টেকসই ব্যবসায়িক অনুশীলনগুলো আমাদের পরিবেশ এবং সমাজের ওপর ব্যবসার নেতিবাচক প্রভাবগুলো কমাতে সাহায্য করতে পারে। তারা ব্যবসাগুলোকে আরও টেকসই এবং লাভজনক করে তুলতে পারে— এমন বিষয়বস্তু বিভিন্ন তথ্যভিত্তিক উদাহরণের মাধ্যমে ফুটিয়ে তোলেন।