Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে চার হাসপাতালকে আড়াই লাখ টাকা জরিমানা

টঙ্গীতে চার হাসপাতালকে আড়াই লাখ টাকা জরিমানা

March 04, 2024 02:43:09 PM   জেলা প্রতিনিধি
টঙ্গীতে চার হাসপাতালকে আড়াই লাখ টাকা জরিমানা

গাজীপুর  প্রতিনিধি:
সরকারী নিয়ম না মেনে হাসপাতাল পরিচালনা করার দায়ে টঙ্গীতে চার হাসপাতালকে আড়াই  লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  সোমবার টঙ্গীতে এই অভিযান হয়।

অভিযানে  নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারকে  ২০ হাজার টাকা, সেবা সুশ্রূষা হাসপাতালকে  ৫০ হাজার টাকা, ফাতেমা জেনারেল হাসপাতালকে  ৮০ হাজার টাকা ও  টেকনিশিয়ান  দ্বারা ল্যাব পরিচালনা করার দায়ে মাইশা জেনারেল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারকে  এক লাখ টাকা জরিমানা করে আদালত।  আরো তিনটি হাসপাতালকে সতর্ক করা হয়।  র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ এর  তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ছিলেন আবু হাসান।

অভিযান শেষে মিডিয়াকে ব্রিফ করেন  র‌্যাব- ১ এর সিপিসি ২ মেজর মোহাম্মদ  আহনাফ রশীদ। তিনি বলেন, সাতটি প্রতিষ্ঠানে অভিযান করেছি। চারটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।  বাকী তিনটিকে সতর্ক করা হয়েছে।  আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।