Date: May 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করে

টঙ্গীতে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করে

March 05, 2024 12:42:44 PM   জেলা প্রতিনিধি
টঙ্গীতে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করে

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে আরোয়া নাজনীন (১৬) ও স্বপ্নীল (১৪) নামে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ও সোমবার রাতে পৃথক স্থান থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

নিহত আরোয়া নাজনীন টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুর গাজীবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা আবুল কাসেম ও অ্যাডভোকেট অজুফা অলি মুক্তা দম্পতির একমাত্র মেয়ে। অপরজন টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আউচপাড়ার অভিযান-১৩৩ এর বাসিন্দা কালাম বেপারীর ছেলে। এলাকার পৃখক বিদ্যালয়ের আরোয়া দশম শ্রেণির এবং স্বপ্নীল ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আরোয়া ওই এলাকায় নিজ বাসায় পরিবারের সাথে থেকে দশম শ্রেণিতে পড়াশোনা করতো। তার বাবা আবুল কাসেম জামাতের দাওয়াতী কাজে বরগুনা রয়েছেন। মা অ্যাডভোকেট অজুফা অলি মুক্তা সকালে গাজীপুর কোর্টে চলে যান। বাসায় আরোয়ার মামী আর সে ছিল। মামী বেলা ২টায় গোসল করতে গিয়ে ফিরে এসে দেখে রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে আরোয়া। তাৎক্ষনিক ফাঁস কেটে নিচে নামিয়ে ডাক চিৎকার শুরু করেন মামী। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে আরোয়াকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারনে আরোয়া আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে দক্ষিণ আউচপাড়ার অভিযান-১৩৩ এর ২য় তলায় বাস করে ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো স্বপ্নীল। সোমবার রাত ৮টায় সে তার রুমের ভিতর প্রবেশ করে রুমের দরজা বন্ধ করে দেয়। তার বড় বোনসহ অন্যান্য লোকজন দরজার বাহির থেকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তারা দেখে রুমের সিলিং ফ্যানের সাথে ব্যবহৃত মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্বপ্নীল।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে নিহত স্বপ্নীলের লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমানের কারণে সে আত্মহত্যা করেছে।