Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি

টঙ্গীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি

March 01, 2024 12:56:16 PM   জেলা প্রতিনিধি
টঙ্গীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি

মোস্তাকিম খান:
গাজীপুরের টঙ্গীতে জানালার গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। ত‌বে পু‌লিশ বল‌ছে এটা ডাকা‌তি না দস‌্যুতা। গতকাল শুক্রবার ভোর রা‌তে আউচপাড়া সুরতরঙ্গ রো‌ডের মোসলেম উদ্দিনের বা‌ড়ি‌তে এ ঘটনা ঘ‌টে।

এসময় বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দ‌লের সদস‌্যরা। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোসলেম উদ্দিন জানান, বৃহস্পতিবার  দিবাগত রাত আড়াইটার দিকে বেশ ক‌য়েকজন সশস্ত্র ডাকাত গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। বাসার সবাইকে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রা‌খে তারা। প‌রে ঘরের আলমারী ভেঙ্গে নগদ তিন লক্ষ টাকা, চার ভরি স্বর্ণালংকার এবং পাঁচটি দামি মোবাইল নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, এটি ডাকাতি নয়, দস্যুতা। ডাকা‌তি হ‌লে ৫জন লা‌গে। এরা তিনজন ছি‌ল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।