গাজীপুর মেট্রো টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের উগ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় টঙ্গী সুত্ররঙ রোড়ে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের টঙ্গী পশ্চিম থানার সভাপতি আয়শা আক্তার আশার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়শা আক্তার আশার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা। উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিরিন, টঙ্গী পশ্চিম থানার ৫৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ সালেহা, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সদস্য মোছাঃ কহিনূর আক্তার সহ থানার ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভায় কেক কাটা মিষ্টি বিতরণ সহ নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।