ডেস্ক রিপোর্ট:
বেশ কিছুদিন ধরেই ভারতে পণ্য রপ্তানির গতি নিম্নমুখী। জুলাইয়েও রপ্তানি নিম্নমুখীই ছিল দেশটির। এ নিয়ে টানা ছয় মাস রপ্তানি কমলো ভারতের।
সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে রপ্তানি দাঁড়িয়েছে ৩২২৫ কোটি ডলার; যা এক বছর আগের তুলনায় ১৫.৮৮% কম। আমদানিও ১৭% কমে ৫২৯২ কোটিতে নেমেছে। তবে এর ফলে বাণিজ্য ঘাটতি ৪৭৬ কোটি ডলার কমে হয়েছে ২০৬৭ কোটি। চলতি অর্থবর্ষের প্রথম চার মাসেও (এপ্রিল-জুলাই) ভারতের রপ্তানি কমেছে ১৪.৩২%। মূলত পেট্রোপণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং গয়নার রপ্তানি কমার প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানিতে। আমদানি কমেছে সোনা ও অশোধিত তেলের।
মাস দুয়েকের মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।ভারতের রপ্তানিকারীদের সংগঠন ফিয়োর ডিজি-সিইও অজয় সহায় ও ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান অরুণ কুমার গারোদিয়ার অবশ্য মত, বিশ্বে চাহিদা কমাই ভারতের রপ্তানি কমার কারণ। বিশ্বে চাহিদা কমার মূল কারণ মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংকের সুদ বৃদ্ধি। তবে সম্প্রতি বিদেশে মূল্যবৃদ্ধি কমার লক্ষণ দেখা যাচ্ছে। ফলে মাস দুয়েকের মধ্যে রপ্তানি বাড়তে পারে।