ডেস্ক রিপোর্ট:
গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের কনস্টেবল নিহতের ঘটনায় চালকসহ ৩ জনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।
আজ(২৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন।
এসপি বলেন, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করা হয়েছে। এরপর রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাকের চালক জামাল মিয়া (৩৫), তার সহকারী মশিউর রহমান (২৯) ও ট্রাকের মালিক আনিসুর রহমান (৪৪)। তাদের তিনজনেরই বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। সেই সঙ্গে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসপি কামাল হোসেন আরও জানান, ওইদিন ট্রাক চাপার পর আসামিরা ট্রাকের রঙ পরিবর্তনের জন্য মাহিগঞ্জের একটি গ্যারেজে রেখে যায়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়া সত্ত্বেও বদলি হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু নিয়ে পাঠান। সেখানে ভোররাতে আলু আনলোড করে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে সকাল ৬টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা শহরের পুরোনো জেলখানা মোড়ে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।