Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

February 16, 2025 12:18:51 PM   নিজস্ব প্রতিনিধি
ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু

দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ডিজিটালে কর্মরত রিপোর্টারদের সংগঠন ‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ (ডিআরএফ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

গতকাল রাতে গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের আয়োজিত ‘আড্ডা ভোজ ৩.০’ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ সংগঠন গঠিত হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে যায়যায়দিনের ডিজিটাল ইনচার্জ তানভীর আহম্মেদ আহ্বায়ক এবং ডিবিসি নিউজের ডিজিটাল রিপোর্টার মোহাম্মদ আল হাসিব পান্থ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন, বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের বিনোদন বিভাগের ইনচার্জ শিবলী আহমেদ এবং বাংলাভিশন ডিজিটালের রিপোর্টার শুভ খান।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন আমাদের সময়ের যাকারিয়া, কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল আইয়ের তানভীর লিমন, দেশ রূপান্তরের অংকুর নেহার সরকার, জাগো নিউজের রাকিব, এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, মানবজমিনের হুমায়ুন মাসুদ, কালবেলার ইলিয়াস, সকালের সময়ের রিয়াজ উদ্দিন ও ঢাকা জার্নালের হাকিম মাহি।

সংগঠনটি ডিজিটাল সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত উন্নয়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে।