Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ঢাকার বাতাস আজ সকালে ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ সকালে ‘অস্বাস্থ্যকর’

March 18, 2024 06:25:18 AM   ডেস্ক রিপোর্ট
ঢাকার বাতাস আজ  সকালে ‘অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট:

ঢাকার বাতাস আজ সকালে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ সময় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচক ছিল ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে দিল্লি, লাহোর, থাইল্যান্ডের চিয়াং মাই যথাক্রমে ২২৮, ২১৬ ও ১৯২ একিউআই স্কোর নিয়ে প্রথম তিনটি স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। তা ১৫০ থেকে ২০০-এর মধ্যে হলে সব মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১+ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।