Date: December 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ঢাবিতে দেশেরপত্রের প্রতিনিধির উপর ছাত্রলীগের হামলা; ক্যামেরা ও মাইক্রোফোন ছিনতাই

ঢাবিতে দেশেরপত্রের প্রতিনিধির উপর ছাত্রলীগের হামলা; ক্যামেরা ও মাইক্রোফোন ছিনতাই

July 15, 2024 03:47:43 PM   নিজস্ব প্রতিনিধি
ঢাবিতে দেশেরপত্রের প্রতিনিধির উপর ছাত্রলীগের হামলা; ক্যামেরা ও মাইক্রোফোন ছিনতাই

কোটা সংস্কার আন্দোলনের নিউজ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগকর্মীদের হামলার শিকার হয়েছেন দেশেরপত্রের স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। এসময় তার কাছে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও ডিজেআই মাইক্রোফোন (বুম ও রিসিভার) ছিনিয়ে নেওয়া হয়। ভিডিও ডিলিট করে ফোন ফেরত দিলেও ক্যামেরা ও মাইক্রোফোন ফেরত দেয়নি হামলাকারীরা।

ঘটনাটি ঘটে আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। সংবাদ সংগ্রহের উদ্দেশে অন্যান্য সাংবাদিকদের সাথে সেখানে অবস্থান করছিল দেশেরপত্রের স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। সে দেশেরপত্রের অফিসিয়াল পেজে লাইভ করছিল। ছাত্রলীগকর্মীরা লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হলে হট্টোগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রলীগকর্মীরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা করে। হামলার ঘটনা দেশেরপত্রে লাইভ করতে থাকলে হামলাকারীরা রাকিব হোসেনের উপরও আক্রমণ চালায়। তারা লাঠি দিয়ে রাকিব হোসেনের মাথায় আঘাত করে এবং বেধরক মারপিট করে নীলাফুলা জখম করে। এসময় তারা তার সাথে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও ডিজেআই মাইক্রোফোন (বুম ও রিসিভার) ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিডিও ডিলিট করে ফোন ফেরত দিলেও ক্যামেরা এবং মাইক্রোফোন ফেরত দেয়নি হামলাকারীরা। ছিনতাইকৃত ক্যামেরা যার মডেল (Sony HXR-NX200 4K compact professional NXCAM camcorder (Made In Japan), মূল্য ৩ লক্ষ ৩৫ হাজার টাকা। এবং মাইক্রোফোন যার বর্তমান মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার সহকর্মী। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।