Date: January 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / তাড়াশে মসজিদের প্রায় কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

তাড়াশে মসজিদের প্রায় কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

October 28, 2023 08:21:53 AM   জেলা প্রতিনিধি
তাড়াশে মসজিদের প্রায় কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে তাড়াশে মসজিদের প্রায় কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে মসজিদ কমিটির সভাপতি সম্পাদক ও কেশিয়ারের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশ মহেষরৌহালী গ্রামে।

শুক্রবার বেলা ১২টার দিকে ওই গ্রামের মসজিদের সামনেই এ মানববন্ধন করেন গ্রামবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মসজিদ কমিটির সভাপতি গঞ্জের আলী, সাধারণ সম্পাদক জয়েন ফকির, ক্যাশিয়ার আব্দুল ওহাব ফকির ও কতিপয় ব্যক্তি মিলে মসজিদে বিভিন্ন উন্নয়ন খাদের টাকা কোনরকম হিসাব-নিকাশ না দিয়ে আত্মসাৎ করেছে। বিষয়টির সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তারা।

তবে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জয়েন ফকির টাকা আত্মসাৎ এর বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন।