Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ত্রাণ নিতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ আটক ৬

ত্রাণ নিতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ আটক ৬

August 31, 2024 04:18:51 AM   জেলা প্রতিনিধি
ত্রাণ নিতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ আটক ৬

কুমিল্লা প্রতিনিধি: 
কুমিল্লার তিতাস উপজেলায় ত্রাণ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন মানসিক প্রতিবন্ধী এক নারী। এ ঘটনায় অভিযুক্ত ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দী বাজার থেকে তাদের আটক করা হয় বলে তিতাস থানার ওসি কাজী নাজমুল হক জানান।
আটকরা হলেন- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের কথিত ত্রাণ বিতরণ দলের প্রধান আলী নুর ওরফে আলী (৪৫), চকেরবাড়ি এলাকার বাবু (৪০), হরিপুর এলাকার অটোরিকশা চালক ইদন মিয়া (২৫), হরিপুরের আরিফ হোসেন (৩০), দাসকান্দির নুর মোহাম্মদ (২৫) এবং একই গ্রামের বিদ্যুৎ মজুমদার (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে দাসকান্দী বাজারে ত্রাণের জন্য গেলে ৩৫ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করা হয়। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে তথ্যটি পৌঁছায়। পরে শুক্রবার সকালে ত্রাণ দলের ওই ছয়জনকে দাসকান্দী বাজারে ডাকা হয়।
এলাকাবাসীর দাবি, ওই ছয়জন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
ওসি কাজী নাজমুল হক বলেন, “স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”